তাকদিরে যা লেখা, তাতেই রহমত,
রেজা বিল কদরে লুকানো জ্ঞানরত্ন।
যা হারাও দুনিয়ায়, তা ছিল না নসিবে,
আল্লাহর হিকমতেই সব বাঁধা হেসেবে।
শোক এসে যখন হৃদয়ে দেয় কাঁপন,
সবর ক’রো—তাতে আসে জান্নাতের আমান।
মুসিবত ও নিয়ামত—দুইই পরীক্ষা,
রাব্বুল ‘আলামিন চাহেন রুহের শ্রেষ্ঠতা।
রিজিকে দেরি? বুঝো, তাও রহমতে মোড়া,
কুরবত হয় গভীর—যখন আশা ভরা।
রুগ্ন দেহে, ক্লান্ত প্রাণে করো সিজদা,
সেই সিজদা হোক তোমার নাজাতের সওগাত।
রাতে যখন চোখ ঝরায়, দো’আ হয় নিঃশব্দ,
ফেরেশতারা লেখে তা—ইলমের কিতাবে অমলবদ্ধ।
রেজা রেখো, বান্দা, তকদিরের হালাতে,
তাকওয়ার ফুল ফোটে সেই সত্তার জান্নাতে।
হায়াত যদি কাঁটায়, হোক সে নূরের পথ,
রেজা বিল কদরে লুকায় আসল সুখমত।
আল্লাহ যা চাহেন, তাই সর্বোত্তম,
তাকে হারানো নয়, তাকে চাওয়া সর্বনম।