Posts

কবিতা

এ ডেট উইথ মাই গড

April 4, 2025

ফারহান আবিদ

105
View

ভালবাসার চাইতে 
অথবা জিতে যাওয়ার চাইতে
কিংবা খুব ভাল কিছু করার স্পিরিটের চাইতে
কখনও কখনও 
হেরে যাওয়ার
ব্যর্থতার
অথবা হারিয়ে ফেলার অনুভূতিটা 
ভীষণ রকম উদগ্রতা তৈরি করে
বিষয়টা অনেকটা এমন যে
এভারেস্টের একেবারে চূড়ায় ওঠার শেষ মুহূর্তে 
হাত বাড়িয়ে দেবার সময় একেবারে হুট করেই মনে হবে
নাহ্ থাক পড়ে যাই
চলে যাই যেখানে ছিলাম
মায়ের শাড়ীর ঘ্রাণের কাছে
প্রেমের চুলের মোমের আঁচে 
বিছানার পোলকা ডট চাদরের ভাঁজে
বিষয়টা অনেকটা এমন যে
মাঝরাস্তায় ভরা রাতে
যখন টালমাটাল দুনিয়া
আচমকা মুখের সামনে বিষম আকৃতির ট্রাকের সহস্র ওয়াটের জোড়া চোখ
মুহূর্তেই ব্রেনে সিগন্যাল যায়
এই যে বেয়াড়া দেখতে মৃত্যু ভেবে শুকিয়ে যাচ্ছো
একে কিন্তু মুক্তিও বলে
চোখটা একবার বুঁজেই দেখো
এরপর সব স্মুথ
বিষয়টা অনেকটা এমন যে
ডাক্তারের চেম্বারে শুনছো
শেষ পর্যায়ের কর্কটের বুনন শুরু হয়েছে তোমার শরীর মন্দিরে
অথচ একে তুমি একটা প্রস্থানের গল্পও ভাবতে পারো
ভাবতে পারো তোমার মন্দির অন্দরের ডাক পেয়ে গেছো
ভাবতে পারো পরম নিবিড়তা তোমাকে কাছে চাইছে
ভালবাসার চাইতে 
অথবা জিতে যাওয়ার চাইতে
কিংবা খুব ভাল কিছু করার স্পিরিটের চাইতে
কখনও কখনও 
হেরে যাওয়ার
ব্যর্থতার
অথবা হারিয়ে ফেলার অনুভূতিটা 
ভীষণ রকম উদগ্রতা 
কিংবা বলা যেতে পারে এক রকম মাদকতা তৈরি করে
একে কি বলা যেতে পারে?


*১৪ই ফেব্রুয়ারি ২০২৫

Comments

    Please login to post comment. Login