ভালবাসার চাইতে
অথবা জিতে যাওয়ার চাইতে
কিংবা খুব ভাল কিছু করার স্পিরিটের চাইতে
কখনও কখনও
হেরে যাওয়ার
ব্যর্থতার
অথবা হারিয়ে ফেলার অনুভূতিটা
ভীষণ রকম উদগ্রতা তৈরি করে
বিষয়টা অনেকটা এমন যে
এভারেস্টের একেবারে চূড়ায় ওঠার শেষ মুহূর্তে
হাত বাড়িয়ে দেবার সময় একেবারে হুট করেই মনে হবে
নাহ্ থাক পড়ে যাই
চলে যাই যেখানে ছিলাম
মায়ের শাড়ীর ঘ্রাণের কাছে
প্রেমের চুলের মোমের আঁচে
বিছানার পোলকা ডট চাদরের ভাঁজে
বিষয়টা অনেকটা এমন যে
মাঝরাস্তায় ভরা রাতে
যখন টালমাটাল দুনিয়া
আচমকা মুখের সামনে বিষম আকৃতির ট্রাকের সহস্র ওয়াটের জোড়া চোখ
মুহূর্তেই ব্রেনে সিগন্যাল যায়
এই যে বেয়াড়া দেখতে মৃত্যু ভেবে শুকিয়ে যাচ্ছো
একে কিন্তু মুক্তিও বলে
চোখটা একবার বুঁজেই দেখো
এরপর সব স্মুথ
বিষয়টা অনেকটা এমন যে
ডাক্তারের চেম্বারে শুনছো
শেষ পর্যায়ের কর্কটের বুনন শুরু হয়েছে তোমার শরীর মন্দিরে
অথচ একে তুমি একটা প্রস্থানের গল্পও ভাবতে পারো
ভাবতে পারো তোমার মন্দির অন্দরের ডাক পেয়ে গেছো
ভাবতে পারো পরম নিবিড়তা তোমাকে কাছে চাইছে
ভালবাসার চাইতে
অথবা জিতে যাওয়ার চাইতে
কিংবা খুব ভাল কিছু করার স্পিরিটের চাইতে
কখনও কখনও
হেরে যাওয়ার
ব্যর্থতার
অথবা হারিয়ে ফেলার অনুভূতিটা
ভীষণ রকম উদগ্রতা
কিংবা বলা যেতে পারে এক রকম মাদকতা তৈরি করে
একে কি বলা যেতে পারে?
*১৪ই ফেব্রুয়ারি ২০২৫