Posts

কবিতা

আজও কবিতারা

April 4, 2025

শরীফ এমদাদ হোসেন

95
View

পাঠ বারান্দায় ধূলোপড়া বিকেল—
মন বনে সাঁতরায় বহুবিধ স্মৃতিদের আলপনা
স্থির বোধ ছিঁড়ে পরাবাস্তব জানিয়ে দিয়েছে
                                   কবিতার দুরন্ত গমন

হৃদয়ে ছিলো একদিন প্রবল দুপুর
মাঠের পর মাঠ, পাখির কাকলী, নদীর স্রোতধারা
মহল্লার হইচই চেনাজানা বন্ধু স্বজন
কবিতার সে কি অম্ল মধুরতা! সে কি পাঠ ও প্রকাশ!

তারপর কেমন যেন বদলে গেলো মন
মনের আস্তরণ 
চাহিদার দুর্বিনীত অন্ধকারে খাবি খেতে খেতে
ভুলেই গেছি সুখ নামের পাখিটারে—

নির্জন মনান্তরে তবুও দেখতে পাই
রাত্রির ঘন অন্ধকার বিদীর্ণ করে, আজও কবিতারা বিমুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে কল্পনার দিক।

Comments

    Please login to post comment. Login