প্রেম আর ভালবাসা এক নয় ।
যারা বলে এদুটো এক- তারা না বুঝে বলে ।
তারা বুঝেনা প্রেমের ও ভালবাসার মর্মার্থ ।
প্রেমে রয়েছে কামের অপরিহার্য উপস্থিতি,
ভালবাসার প্রায়োগিক ক্ষেত্রে যা সর্বদা অপরিহার্য
নয় ।
প্রেম বেশিরভাগই আত্মঘাতী হয়
ভালবাসা সবসময় এরকম নয় ।
প্রেমে পড়তে লাগেনা কোনো যোগ্যতা,
ভালবাসতে আবার সবাই পারেনা-
কেননা ভালবাসা মহত্ত্বসূচক অনুভূতিরই
নামান্তর ।