Posts

চিন্তা

বন্ধ হোক সহিংসতা ও উগ্রবাদ

April 4, 2025

Taskin Imran Khan

30
View

~~বন্ধ হোক সহিংসতা ও উগ্রবাদ~~

সহিংসতা ও উগ্রবাদ আমাদের দেশে নতুন কিছু নয় ।অনেকটা অহরহই ঘটছে এমন ঘটনা ।দেশের নাগরিক হিসেবে আমরা সবাই এর প্রতিকার চাই ।কিন্তু আগে বুঝতে হবে প্রতিকার শুধু চাইলেই হবেনা- সবার আগে প্রয়োজন সচেতনতার ।
 বর্তমানে দেশে দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তার প্রধান কারণ ধর্মীয় উগ্রবাদিতা এবং রাজনৈতিক অস্থিরতা ।এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্থিরতা দিনকেদিন মাত্রাহীনভাবে বেড়েই চলেছে ।তারপরও আমাদের কারোরই হতাশ হলে চলবেনা ।নিষ্ঠার সাথে মেনে চলতে হবে যারযার ধর্মীয় অনুশাসন ।
ধর্মীয় বাণীর অপব্যাখ্যাকারীদেরকে চিহ্নিত করে শক্তহাতে বয়কট করতে হবে ।পৃথিবীর কোনো ধর্মই যে উগ্রতা সমর্থন করেনা- তা মাথায় রাখতে হবে ।আর রাজনীতিতে পেশীশক্তির অপব্যবহার রোধে সকলের বিশেষত রাজনীতিবিদদের সচেতন থাকতে হবে ।তরুণসমাজ হতাশ হয়ে যেন পথভ্রষ্ট না হয় সেদিকে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে । 
সর্বোপরি, একতা-সাম্য-ভ্রাতৃত্ববোধের অমিয় বাণী আর তারুণ্যের জয়গানই পারে পরিবার, সমাজ তথা গোটা দেশ থেকে উগ্রতা ও সহিংসতার কালোছায়াকে মুছে দিতে ।

Comments

    Please login to post comment. Login