Posts

কবিতা

যুদ্ধ ও প্রেম

April 5, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

158
View

সময়ের পর ক্ষত শুকিয়ে যাবে 
ব্যাস্ততম দিন পার হবে তোমাকে না ভেবেই। 
প্রচন্ড বিষাদে নতুন পৃথিবী যুদ্ধের ময়দান 
মন নিয়ে খেলা করে পারমানবিক মানুষ।

না! পৃথিবীর বিরুদ্ধে কোন মত নেই আমার
ভুলতে হবে এমন বাধ্যবাধকতাও নেই 
কলিজাতে দাগ লাগিয়ে 
যে গান বিদ্রোহী কবিতার মতো
যুদ্ধ আর প্রেমেকে বার বার উসকে দেয়।

হাজার হাজার বছর ধরে যে ফুল 
বুকে কাটা নিয়েও আত্মরক্ষা করতে শিখেনি 
তাদের উদ্দেশ্যে বলব —
এবারে তুমি আমি যদি এক না হই 
আমাদের গন্তব্য যদি এক না হয় 
আমরা পরস্পর যদি নিজেদের এক করে দিতে না পারি 
তবে যুদ্ধ ও প্রেম দুই থেকেই বিদায় বন্ধু।

Comments

    Please login to post comment. Login