গন্তব্য এখন অনেক দূরে,
কেমনে যাব আর।
শুকনা পাতার নাও বানালাম
স্বপ্ন ছারখার।
সফলতার সন্ধান পেতে
সাগর দিলাম পাড়ি,
কূলকিনারা না পাইয়া
নৌকা গেল ডুবি।
সুখের আশায় ছারলাম বাড়ি,
নিত্য দেখায় কেউ,
স্বপ্নগুলো ভেঙ্গে গেল
সাত সমুদ্রের ঢেউ।
বুকটা আমার জোয়ার ভাটা
কত কথা বলে,
শত কষ্ট বুকে নিয়া
সুখের হাসি হাসে।