সালটা ছিলো আঠারো বোধহয়,
নাম জানিনা কি।
হঠাৎ একটা ডাক পড়িলো,
সুইটি মা মনি।
মা আর মেয়ে ঘুরতে এলো
বড় বোনের বাড়ি।
মনে হয় সে মানুষ নয় গো
উরে আসা পরি।
চোখে তাহার যাদু আছে,
মুখে মধুর হাসি,
ঠোঁটে যেন গোলাপ রাঙ্গা
ভিতু একটা নারী।
চোখে চোখে চোখাচুখি,
মিথ্যা ছিলো হাসি,
না বুঝিয়া মন প্রান দিলাম আমি সফী।
মনের সনে মন মিলাইয়া,
দিয়াছিলো কথা
ভুলিবোনা থাকিতে জীবন প্রিয়।
কই রাখলে নাতো সে কথা,
সবি ছিল মিথ্যা মায়া বুঝে গেছি আমি,
সেজে কথা দিয়া কথা রাখেনি।