রংপুর হামার বিভাগ বাহে,
কুড়িগ্রাম হামার জেলা।
চিলমারি হামার বাড়ি বাহে,
সবার আছে জানা।
বাহে হামার আঞ্চলিক ভাষা
সবাই মিলে কয়।
বাহে দিয়ে শুরু করি
চব্বিশে হইলো জয়।
ফুল ফসলে মাঠ ভরিলো,
রংঙ্গে ভরা মন।
পেটে ভাত থাকউ বা না থাক
সরল হামার মন।
চৈত মাসে আইসেন বাহে
বর্মপুত্রর পাড়ে।
মন ভরিয়া যাইবে তোমার,
ভাওয়াইয়া গানের সুরে।
হিন্দু মুসলিম ভেদাভেদ নাই,
একেই সঙ্গে চলি।
আত্তার সাথে আত্তা মিশি
মোনের কথা বলি।
কুড়িগ্রাম জেলা নিয়ে তোমরা,
কি জানি কি কন।
আইসেন একদিন বাহারের ঘাটে,
ভরিয়া যাইবে মন।