আরিয়ান জানত, তার প্রতিযোগী ব্যবসায়ীরা সহজেই তাকে শান্তিতে থাকতে দেবে না। সে অনেক চেষ্টায় নিজের ব্যবসাকে এতদূর এনেছে, কিন্তু তার শত্রুরাও বসে নেই। কিছুদিন ধরেই সে বুঝতে পারছিল, কেউ একজন তাকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কখনো বড় বড় ক্লায়েন্টরা হঠাৎ চুক্তি বাতিল করে দিচ্ছে, কখনো তার অফিসে কিছু গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।
কিন্তু এসবের কিছুই সে তৃষ্ণাকে বা পরিবারের কাউকে জানায়নি। বিয়ের আগে সে চাইছিল না, তৃষ্ণা চিন্তিত হোক। সে ভেবেছিল, এই সমস্যাগুলো সাময়িক, সময়ের সাথে ঠিক হয়ে যাবে।
কিন্তু সে বোঝেনি, ঝড়টা এর চেয়েও বড় হতে চলেছে।
অজানা আতঙ্ক
বিয়ের একদিন আগে রাত ১০টা।
তৃষ্ণা তার ঘরে বসে বিয়ের সাজগোজ নিয়ে ভাবছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। আরিয়ান কল দিয়েছে।
"হ্যালো?" তৃষ্ণা হাসিমুখে ফোন ধরল।
কিন্তু ওপাশ থেকে আরিয়ানের স্বর কিছুটা উত্তেজিত শোনাল, "তৃষ্ণা, তুমি কোথায়?"
"আমার রুমে। কেন?"
আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, "তুমি কাল সারাদিন কোথাও যেও না, আর কাউকে অচেনা নাম্বার থেকে ফোন এলে ধরো না।"
তৃষ্ণা অবাক হয়ে গেল। "কেন? কী হয়েছে?"
"কিছু না, তুমি শুধু আমার কথা শোনো। আমি তোমাকে সব বলব, কিন্তু এখন না। কাল আমাদের বিয়ে, তাই কিছু বিষয় নিয়ে বেশি চিন্তা করতে চাই না।"
তৃষ্ণার মনে কেমন একটা অস্বস্তি কাজ করল। "আরিয়ান, তুমি কি কিছু লুকাচ্ছো?"
"তৃষ্ণা, বিশ্বাস করো, আমি যা করছি, সব তোমার ভালো থাকার জন্য। এখন শুধু তোমার নিজের খেয়াল রেখো। আমি তোমাকে ভালোবাসি।"
বলে ফোন কেটে দিল আরিয়ান।
তৃষ্ণা ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। কিছু একটা ঠিক নেই, সেটা সে নিশ্চিত। কিন্তু আরিয়ান কেন কিছু বলছে না? সে কি বিপদে আছে?
সে বুঝতে পারছিল না, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের আগে কেন একটা অজানা অন্ধকার তাকে গ্রাস করতে চাইছে…
চলবে.......