স্যার একজন পাইছি । লিকাই নাম ।
লিকাই তুমি কী সত্যি যাবে ?
হুম ।
বিজ্ঞানি ছালিম একজন নাম করা বিজ্ঞানি । তিনি এমন জিনিস বানান যা মানুষের কাছে শুধু কল্পনা । তিনি প্রথমে একটি ট্যাব বানান । এটি এমন একটি ট্যাব যা সব করতে পারে । ধরা যাক এখন থেকে পাঁচ হাজার বছর আগের কথা । তখন মানুষ মোবাইলের কথা চিন্তাও করতে পারত না । তখন মোবাইল বানানোর জন্য পর্যাপ্ত সরঞ্জামও ছিল না । এই ট্যাব সেইসময়ের যা যা ছিল সেগুলো দিয়ে কিভাবে মোবাইল বানাতে হয় তার উপায় ধাপে ধাপে দেখাতে পারবে। বিজ্ঞানী হালিম সেইটাবে আরও একটি বিষয় যুক্ত করেছে । সেটি হলো এক ভাষাকে অন্য ভাষায় রূপান্তরিত করা । তা হতে পারে এখন থেকে ৫০০০ বছর আগের ভাষা অথবা এক দেশ থেকে আরেক দেশের ভাষা । এইটা ব্যবহার করে তিনি একটি টাইম মেশিন বানিয়েছে । এখন তিনি একজন মানুষ খুঁজছে যাকে দিয়ে তিনি টাইম মেশিন পরীক্ষা করাবে । তাই তিনি তার সহকর্মী মীরকে দিয়ে লিভাই কে আনালেন ।