পোস্টস

কবিতা

স্মৃতি কথা

২১ মে ২০২৪

অনিরুদ্ধ রনি

মূল লেখক অনিরুদ্ধ রনি


শহরে থাকলে আমার শুধু বাড়ির কথা মনে পড়ে
মনে পড়ে আম্মার ভাত বেড়ে বসে থাকা,রাত করে বাড়ি ফেরা,খাবার টেবিলে বসে লম্বা চুল নিয়ে আব্বার সাথে তর্কাতর্কি। 

মগরা নদী,পদ্ম বিল,বিকেল চায়ের আড্ডা মনে পড়ে। 
মনে পড়ে ফেরিওয়ালা মালেক চাচা,পাঁচ টাকার তক্তি।

শহরে থাকলে আমার খুব একা লাগে,চারপাশের শূণ্যতায় মনে পড়ে__
'সাদা এ্যাপ্রোন পরে শ্যামলি রোড ধরে ইশকুলে যাচ্ছে অরুণিমা চৌধুরী'।