অনেক অজানা কথা আছে যানা হয়ে গেলে তা মানা হয়ে ওঠে না। মনোময় ঠিক তেমন না হলেও খুব অজানা মানুষও না।৷ সে ভালবাসে তার মাকে, আর মায়ের হাতের ডাল ভাত। তবে এর ভিতরে কত যে কান্না অভিমান আছে তা বলা হয়ে ওঠে না। আর তার মা ত মনোময় বলতে পাগল। ছেলে আসতে দেরি করলে তার মা দরজার গিড়িল ধরে দাঁড়িয়ে থাকে যতক্ষন তার ছেলে না আসে। মনোময় এসে হেসে বলে"মা তুমি কি পাগল এভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছ।" মা হেসে বলে “বুজবি যখন আমি থাকব না বুজবি।” এ কথাটা মনোময়ের অপছন্দ। সে মাকে জড়িয়ে ধরে বলে “মা এ কথা বলবে না। আমার ভালো লাগে না।” মা হেসে বলে “পাগল ছেলে মা কি সারাজীবন থাকে নাকি।” মনোময় ভাবে কথাটা ঠিক। এভাবে ছেলে মায়ের আদরে কষ্টে বড় হয়।
Comments
-
Goniter goppo
8 months ago
ভাল লাগলে পরের অংশটুকু দেব।