যদি তুমি ওয়াদা করো সাথে থাকার তাহলে আমি তোমাকে নিয়ে লিখবো । আরে আমি তো লিখবো না তোমার সেই চোখ নিয়ে, যার মাঝে ডুবে যেতে ইচ্ছে করে, লিখবো না তোমার সেই চুল নিয়ে যাতে বাধা পড়তে ইচ্ছে করে, আমি লিখবো না তোমার সেই ঠোঁটের বিষয়ে যেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে, যাকে চুমু দিতে ইচ্ছে করে। কারণ আমি লিখি না সেগুলো নিয়ে যা সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। আমি তো লিখবো তোমার পাগলামি নিয়ে, তোমার জেলাসি নিয়ে। আমি তো লিখবো তোমার সেই মজার মধ্যেও রেগে যাওয়া নিয়ে। আবার আমার কাছে তোমার মনের সব কথা বলার বিষয়ে । আমি তো লিখবো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেমন লাগে ঠিক তেমন লাগে জীবন তুমি ছাড়া। সুর ছাড়া গান যেমন অসম্পূর্ণ লাগে ঠিক তেমন অসম্পূর্ণ লাগে জীবন তুমি ছাড়া। সূর্য এর আলো ছাড়া দিন যেমন অসম্পূর্ণ তেমনি তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। একটা সপ্ন যা বছরের পর বছর জাগিয়ে রাখে তেমনই প্রভাব তোমার প্রতীক্ষার। আমি লিখবো, তুমি সেই ঘর, মুছাফিরও যেখানে থাকার ইচ্ছা রাখে। আর তুমি সেই কিনারা যার পদতলে আসার জন্য ঢেউও যেগে উঠে। আমি তো লিখবো, আমি তোমাকে নিয়ে লিখতে লিখতে লেখা শিখেছি। আমি তোমাকে নিয়ে লিখবো, হ্যাঁ আমি তোমাকে নিয়ে লিখবো যে পাঠকও তোমার প্রেমে পড়ে যাবে এবং তোমার ছবি বানিয়ে হৃদয়ে ধরে রাখবে আর যখনই সে সেজদায় যাবে তোমাকে পাওয়া জন্য দুয়া করবে। আর যখনই সে আমাদের একসাথে দেখবে আল্লাহ কাছে প্রশ্ন করবে এমন ভালোবাসা আমি কেন পায়নি। শুধু তুমি ওয়াদা পালন করো কেননা আমি শুধু লিখতে চাই তোমাকে নিয়ে।