প্রকৃতি
প্রকৃতি নিয়ে কাটছে ভালো দিন।
সেই প্রকৃতি আজ কেন হলো না মহীম।।
প্রকৃতি আজ আছে কাল আছে
আছে বহুদিন।।
তাদের মাঝে বেঁচে রবো আমরা চিরোদিন।।
প্রকৃতির নীলা খেলা....
দেখবো আমরা সারাবেলা।
কেন হলো প্রকৃতি এমন...
ফুরে যায় বেলা ।।
প্রকৃতির মাঝে আছে বহু নদী নালা...
তার মাঝে হেঁটে যায়।
রঙ্গিন রং এর মেলা ।।
তাইতো মাগো খুজে পাইনা
সেই প্রকৃতির বেলা...