ফিলিস্তিন, রক্তে ভেজা মাটি, কান্নার রোল,
মানুষের আর্তনাদে ভারী আকাশ, নেই তো কোনো বোল।
তারাও তো মানুষ, আমাদেরই মতো, স্বপ্ন দেখে বাঁচার,
শিশুদের হাসি, মায়ের আদর, ভালোবাসার খাঁচার।
কেন এই ঘৃণা, কেন এই রক্তস্রোত?
কেন কেড়ে নেওয়া হয় তাদের জীবন, ভেঙে দেওয়া হয় জোট?
তাদেরও তো অধিকার আছে, পৃথিবীতে বাঁচবার,
শান্তি ও ন্যায়ের ছায়ায়, একটি সুন্দর ভোরের।
বোমা আর বারুদের গন্ধে বাতাস আজ দিশেহারা,
ধ্বংসের স্তূপের নিচে চাপা কত না জীবনধারা।
বিশ্বের বিবেক আজ কোথায় লুকালো মুখ?
কেন নীরব দর্শক হয়ে দেখে এই চরম দুঃখ?
ফিলিস্তিনি ভাই-বোনেরা, তোমাদের কান্না থামাও,
একদিন আঁধার ঘুচবে, উঠবে নতুন আলো।
মানবতা জেগে উঠুক, বন্ধ হোক এই হত্যাযজ্ঞ,
পৃথিবীর বুকে ফিরে আসুক শান্তি, ঘুচুক সকল লজ্জা।
22
View