পারিনা তো ছুঁতে সেই দূরের আকাশ,
যেখানে কাঁদে ফিলিস্তিনের বাতাস।
এখানে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলি,
তাদের ব্যথায় যেন আমিও শামিল হই।
শিশুদের চোখে ভয়, বোমার আওয়াজ,
ধ্বংসের স্তূপ, বেদনারা সাজ।
মা হারানো কান্না, পিতার চিৎকার,
যেন থামে না সেই রক্ত নদীর ধার।
ইচ্ছে করে ছুটে যাই, হাতে হাত ধরি,
তাদের মলিন মুখে হাসি এনে ভরি।
তাদের ভেঙে যাওয়া ঘরগুলো আবার,
গড়ি যেন ভালোবাসার আল্পনা আঁকার।
পারিনা তো দিতে অস্ত্র কিংবা সেনা,
শুধু কবিতা, এ আমার সান্ত্বনা।
শব্দেরা উঠুক মুক্তির স্লোগান হয়ে,
বিশ্বের কানে যেন পৌঁছে যায় বয়ে।
মানবতা জাগুক, বিবেক হোক উন্মীলিত,
ফিলিস্তিনের আকাশে উঠুক নতুন সুর।
বন্ধ হোক রক্তপাত, বন্ধ হোক ঘৃণা,
শান্তি আসুক, ভরে দিক বসুন্ধরা।
যদিও ক্ষমতা নেই হাতে আমার,
ভালোবাসা আছে ভরে হৃদয় অপার।
সেই ভালোবাসার প্রতিধ্বনি উঠুক,
ফিলিস্তিনের দুঃখ যেন ঘুচে যাক।
12
View