১.
মেসে একটা খুন হয়ে গেল।ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে।ঘটনা
যখন জানাজানি হলো,তখন কেউ একজন বলল,'পুলিশকে খবর দেয়া উচিৎ!' আর কেউ যেন পুলিশ আসার আগে পর্যন্ত কোথাও না যায় এ ব্যাপারে সাবধান করা হলো।
আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। সিঁড়িতে কেউ নিচে নামার শব্দ পাচ্ছি। কে হতে পারে? আমি অপেক্ষা করছি পুলিশ কখন আসে তার জন্য।
২.
পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটা ঢুকছে বাড়ির গেট দিয়ে।মেসে হুড়োহুড়ির শব্দ পাচ্ছি।
নীচতলা থেকে ৪ তলা পর্যন্ত ৭৬ টা সিঁড়ি আছে। পুলিশের আসতে ৫ মিনিট লাগবে সর্বোচ্চ।
কাউকে দেখতে না পেলেও বাকি সদস্যদের মুখের অবস্থা বুঝতে পারছি। রওণক এর কান্নাকাটি শুরু হয়ে গেছে শিওর! ছেলেটা এত ভীতু যে বলার মত না।
আরিয়ান কি করছে? সে এমনিতেই চুপচাপ। এখন সম্ভবত আরও চুপচাপ হয়ে গেছে।
দরজার শব্দ শুনলাম। পুলিশ ঢুকছে। অনেকগুলো কন্ঠস্বর শোনা যাচ্ছে। পুলিশ সোজা আমার রুমে চলে এল।
৩.
ঘরে অনেক শব্দ। কিছু বোঝা যাচ্ছিল আর কিছু বুঝতে পারছিনা।
পুলিশ কর্মকর্তা সম্ভবত কাউকে ফোন দিয়েছেন। ওপাশের কন্ঠ শোনা না গেলেও এপাশের উত্তর থেকে ঠাহর করা যায় কথোপকথন।
'জ্বী স্যার..... মার্ডার স্যার। হুম স্যার.... জ্বী, আচ্ছা স্যার।
সুরতহাল করা হচ্ছে স্যার...জ্বী স্যার...'
৪.
বেশ কিছুক্ষণ লাগল সকল কাজ শেষ করতে।কাজ শেষ করেই পুলিশ আমার লাশটা নিয়ে বেরিয়ে গেল!
আমি তখনো বারান্দায় দাঁড়িয়ে......