রাফি আর তার পরিবার নতুন বাড়িতে উঠেছে। বাড়িটা বেশ পুরোনো, কিন্তু সুন্দর। সব কিছু ঠিকঠাক, শুধু একটা দরজা নিয়ে নিষেধ—বাড়িওয়ালা বলেছে, “ওটা বন্ধই থাক, খোলার দরকার নেই।”
রাফি এক রাতে শব্দ শুনলো, সেই দরজার দিক থেকে—কেমন যেন কেউ পায়ের পাতায় হেঁটে বেড়াচ্ছে। পরদিন দরজার নিচ দিয়ে একটা ছোট্ট কাগজ বেরিয়ে এলো। তাতে লেখা,
“আমাকে কেন ভুলে গেলে?”
রাফি কাউকে কিছু না বলে দরজাটা খোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু দরজা খোলার পর ঘরের মধ্যে কিছুই নেই—শুধু একটা আয়না আর একটা পুরোনো পুতুল।
রাত বাড়ার সাথে সাথে পুতুলটা ঘরের নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকে। আয়নার ভেতরে দেখা যায় ভিন্ন এক রাফি—চোখে রক্ত, আর ঠোঁটে হাসি…
শেষে রাফি চিৎকার করে উঠে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। কেবল তার ছায়া আয়নায় আটকে থাকে… স্থির, অথচ জীবন্ত।
পরের পর্ব পড়তে চাইলে কমেন্টে জানান