আমরা বাঙালি, বিশ্বের সবচেয়ে সাহসী জাতি।
এই জাতি পুলিশের সামনে বুক পেতে দিতে জানে। এই জাতি চব্বিশের অভ্যুত্থানে মাথায় কাফন বেধে রাস্তায় নামা জাতি।
এই জাতি নত না হওয়া জাতি।
এই জাতি পাকিস্তানি মিলিটারির সামনে বুক পেতে দেয়া জাতি। এই জাতি কারফিউর মধ্যে আন্দোলন করা জাতি।
এই জাতি অস্ত্র কম থাকার পরেও পাকিস্তানিদের হারিয়ে দেয়া জাতি। এই বাঙালি ভাষার জন্য বুক পেতে দেয়া জাতি। এই জাতিকে হালকা ভাবে নেবেন না।
আপনার কি মনে হয়? যেই জাতি ভাষার জন্য বুক পেতে দেয়, সেই জাতির ধর্মে আঘাত আসলে কিছু বলবেনা?।
মনে রাখবেন, যেই জাতি ভাষার জন্য বুক পেতে দিতে পারে, সেই জাতি পারেনা এমন কিছু নেই।
আজ যদি ইজরায়েল বাংলাদেশের পাশে হতো। এর ধ্বংস কেউ ঠেকাতে পারত না। এতক্ষণে হয়ত ইজরায়েল ধ্বংস হতো। নাহলে আমার দেশ ধ্বংস হতো।
ইতিহাস সাক্ষি, আমাদের মত সাহসী জাতি আর কোথাও নেই।
আমরা বন্দুকের সামনে বুক পেতে দেয়া জাতি। আমরা মাথায় কাফন বেধে রাস্তায় নামা জাতি। এই জাতিকে হালকা ভাবে নেবেন না। এই জাতি যদি আমেরিকার নাগরিক হতো এতক্ষণে ট্রাম্পের পতনের ব্যবস্থা করে ফেলত। এই জাতি যদি একবার ইজরায়েলের মাটিতে পা ফেলতে পারে, ইজরায়েলের অস্ত্বিত্ব থাকবে না। আমরা বাঙালি, আমরা বুক ফুলিয়ে বলতে জানি, হয় মরবো না-হয় মারবো।
আমাদের প্রান দেয়ার অভ্যাস আছে। যে জাতি দেশের জন্য প্রান দিতে পারে। সে জাতি ধর্মের জন্য প্রান নিতেও জানে।
©মোহাম্মদ সাকিব