আমি পৃথিবীর শ্রেষ্ঠ অমানুষ।
আমি ফিলিস্তিনিদের রক্ত পায়ে মারিয়ে শান্তিতে ঘুমিয়েছি। আমার মত অমানুষ এ পৃথিবীতে অনেক আছে। এর মধ্যে অনেকেই আমার ভাই।
আমার আধিপত্য ছড়ানো তেল ব্যবসায়ী ভাইয়েরা তার ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে তেলের ব্যবসা করছে।
সত্যিই আমি খুব খুশি।
আজ আমার মত খুশি হয়ত আরেকজন আছে।
সে আমার আভিজাত্য ছরানো তেল ব্যবসায়ী ভাই।
আমি এবং আমার তেল ব্যবসায়ী ভাইদের মত মানুষদের মধ্যে কোনো অমিল নেই। আমরা দু'জনেই রক্ত খেতে খেতে যুদ্ধ দেখছি।
তবে এক জায়গায় আমাদের অমিল আছে। আমি শিকলে বাধা জন্তু। যাকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। আর আমার আভিজাত্য ছরানো ভাই বাড়িতে পোষা কুকুর। যে শুধুই অনুগত থাকতে পছন্দ করে।
আমার হাত পা শিকল দিয়ে বাধা, কেউ আমার হাতের শিকল খুলে দিচ্ছে না। কেননা সবাই জানে। আমার হাতের শিকল না থাকলে আমি ইজরায়েল সহ আমার আভিজাত্য ছরানো তেল ব্যবসায়ী ভাইয়ের মাংস খাবলে খাবলে খাবো।
আমি এমন এক ভয়াবহ জাতির অংশ যেই জাতি ইতিহাসের শ্রেষ্ঠ সাহসী জাতি।
আমি সেই জাতির অংশ যেই জাতি বন্দুকের গুলি দিয়ে সকালের নাশতা আর এটম বোমা দিয়ে সন্ধার নাশতা করতে জানে।
আমার আভিজাত্য ছরানো ভাইয়েরা হয়ত জানেনা। তাদের অবস্থানে আমার জাতি থাকলে ইতিহাস আজ অন্যদিকে মোর দিতো।
আমার বীর ভাইয়েরা বায়ান্নতে প্রান দিয়েছে। আমার বীর ভাইয়েরা একাত্তরে প্রান দিয়েছে। আমার বীর ভাইয়েরা তেরোতে প্রান দিয়েছে। আমার বীর ভাইয়েরা প্রান দিতে জানে।
আমার আভিজাত্য ছরানো তেল ব্যবসায়ী ভাই কিংবা খেজুর ব্যবসায়ী ভাইয়ের মত হার গুটিয়ে বসে থাকেনা।
এই আধুনিক যুগ মানব দরদি যুগ।
কিন্তু আজ এই আধুনিক যুগ লজ্জিত। শিক্ষিত এক জাতির সামনে অশিক্ষিত এক দানব মানব হত্যা করে যাচ্ছে। আজ এই আধুনিক সমাজ নিশ্চুপ।
সভ্যতা আসার আগে মানুষ যেমন নিজের ভাইয়ের মাংস খাবলে খাবলে খেতো। ঠিক তেমনটা হচ্ছে।
মাঝে মধ্যেই ভাবি। উপত্যকার আশেপাশে যদি হামাসের মত আমাদের একটা ঘাটি থাকতো। তাহলে আমরা হয়ত দুপুরের খাবার টা জালেমের মাংস দিয়ে খেতাম।
- মোহাম্মদ সাকিব