Posts

গল্প

পুরনো দিনের কথা

April 8, 2025

Modinamunni

Original Author বন্যা শেখ

102
View

সালটা ২০০৬/০৭   সাল । লোডশেডিং ছিল তখন নিত্যদিনের ঘটনা। সন্ধ্যার পর প্রতিদিন নিয়ম করে কারেন্ট চলে যেত।

অন্ধকারে ডুবে যেত আশপাশ  যখন কারেন্ট চলে যেত তখন চাটাই পেতে উঠোনে বসে গল্প করতাম সবাই । 

বড়রা ভুতের গল্প শুনাতো, আমরা সবাই মুগ্ধ হয়ে অনুভব করতাম সেই গল্প।

তখন ‌ছিলনা কোনো স্মার্টফোন কোন অপ্রয়োজনীয় ব্যস্ততার উপকরণ , সময় গুলো ছিল সহজ  সম্পর্ক গুলো ছিল খুব আন্তরিক 

এক সঙ্গে থাকা  কথা বলার মুহূর্ত গুলো ছিল খুব  উপভোগ্য যার মধ্যে বেঁচে থাকার স্বাদ নিহিত থাকে  

আর আজ? যান্ত্রিক জীবনে যেন সবকিছুই হারিয়ে গেছে 

    

          ‌

                            বন্যা শেখ 

Comments

    Please login to post comment. Login