একবার এক ছোট্ট গ্রামে থাকতো রাশেদ নামের এক ছেলে। তার পরিবার ছিল গরিব, কিন্তু সে ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। স্কুল থেকে ফিরে সে গ্রামের বাজারে ছোটখাটো কাজ করে পরিবারের খরচে সাহায্য করতো।
একদিন সে বাজারে এক বৃদ্ধার ব্যাগ খুঁজে পায়, যার ভিতরে ছিল অনেক টাকা। রাশেদ সঙ্গে সঙ্গে গ্রামে ঘোষণা দেয় যে কেউ টাকা হারিয়ে থাকলে যেনো তার সঙ্গে যোগাযোগ করে। কয়েক ঘণ্টা পর এক বৃদ্ধা এসে ব্যাগের বর্ণনা দেয় এবং রাশেদ তার ব্যাগ ফিরিয়ে দেয়।
বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে, "তুমি না থাকলে আমার চিকিৎসার টাকা হারিয়ে যেতো। আল্লাহ তোমার মঙ্গল করুক!" পরে গ্রামের লোকেরা রাশেদের সততা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তার লেখাপড়ার দায়িত্ব নেয় গ্রামের এক দানশীল ব্যক্তি।
শিক্ষা: সততা কখনো বৃথা যায় না। সত্যের পথে চললে আল্লাহ কখনো কাউকে অপূর্ণ রাখেন না।