Posts

কবিতা

তাকাও

April 8, 2025

শরীফ এমদাদ হোসেন

82
View

পাহাড় অথবা পর্বত দেখেছো কখনো?
আকাশ বিদীর্ণ করে দাঁড়িয়ে থাকে
কত নিপুণ দক্ষতায় কোন অনাদিকালে
গড়েছে ঈশ্বর, ভাবছো কি কেউ? 
ওই যে ভেসে চলা মেঘ
ঘন কুয়াশার আস্তরণ
পাহাড়ে 
পর্বতে বাঁধা পায়
তারপর গড়িয়ে পড়ে শীতল মেঘজল
সৃষ্টি করে ঝরণার, ঝরণা থেকে নদী—
~
আগুন জ্বালিয়ে দেখেছো কি আগুনের রূপ
কীভাবে দহন ছড়িয়ে যায় চারদিক?
~
সংগীতে শুনেছি বহুবার,
"মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না?"
তোমার মনে কি জ্বলে না আগুন?
মন কি বলে না চোখ মেলে দেখো
জ্বলছে ফিলিস্তিন? 
দেখো চেয়ে, ধ্বংসের স্তুপ থেকে তুলে আনা 
সারি সারি লাশ
অনাথ, অসহায়, আহতশিশুর চোখে 
বয়ে যাচ্ছে, পৃথিবীর দীর্ঘতম নদী
আর সে নদীতে জ্বলছে আগুন—
~
অন্ধ বধির বোবাকে দেখেছো কখনো?
যদি না দেখে থাকো
তাকাও পৃথিবীর দিক, তারপর.....
ঘৃনাকে উগরে দিয়ে বলো একবার
কেন, কেন, কেন পাঠালে হে ঈশ্বর! 
এমন অথর্ব মানুষ করে?
জন্মই আমার আজন্ম পাপ যেন!

Comments

    Please login to post comment. Login