নিরুপমা হে ! কোথায় তুমি, কেমন তুমি , জানতে চায়
এ ব্যাকুল মন আমার।
তোমায় একটু দেখার আকুলতায় , এ অবুঝ মন
কেঁদে ওঠে বারেবার।
ও নিরুপমা হে ! বলতে চাই তোমায়,
অশ্রুত চোখের বিস্তৃত ভালোবাসায় , নিঃসৃত কথামালা নিয়ে,
একটি রজনীগন্ধা ফুল হাতে নিয়ে;
আজও বসে আছি তোমার প্রতীক্ষায়।
বুকফাটা কান্নায় , জর্জরিত আমার রাতের আকাশ;
আর গ্রীস্মের কাঠফাটা রোদ্দুরে হৃদয়ে ওঠে আমার , একাকীত্তের হাহাকার।
ও নিরুপমা হে! বুঝতে কি পারো তুমি?
তুমিহীনতায় নিঃসঙ্গ এ আমি,
ক্লান্ত আমি, তোমার প্রতিক্ষায়,
তবু ভালোবাসি তোমায় , শুধু তোমায় ।
ওগো নিরুপমা , ওগো ও সুন্দরিতমা , উত্তর এখনো কেনো দিচ্ছো না ;
আমার হৃদকুঠিরে তুমি , ভাবনার অলিতে-গলিতে তুমি,
আমার ঘুম নগরীতে তুমি, বেখেয়ালি মনের খামখেয়ালিতেও তুমি,
আমাতে শুধুই তুমি , তোমায় কিছুতেই হারিয়ে যেতে দেবো না ।
90
View
Comments
-
সাকিফ আব্দুল্লাহ
8 months ago
উৎসাহ পেলে আরো লিখতে চাই