Posts

কবিতা

ফিলিস্তিনি কান্না

April 9, 2025

মোঃ আকাশ শেখ

107
View

ফিলিস্তিনের কান্না,,
পঞ্চাশটি আর সাতে, মুসলিম দেশ কয়?
ফিলিস্তিনের রক্ত ঝরে, তারা কি চেয়ে রয়?
বোমা পড়ে ঘর-বাড়ি, কাঁদে শিশু নারী,
সাহায্যের হাত কি তবে, উঠবে না আরী?
ঐক্য কোথায় মুসলিমের, শক্তি কোথায় আজ?
দখলদার হাসে দেখো, বাজে শুধু সাজ।
ত্রাণ যায় হয়তো, নিন্দা তো হয় খুব,
তবুও ফিলিস্তিনে নামে কেন এত স্তব্ধ নীরব?
ভেঙেছে ঘর, পুড়েছে স্বপ্ন, কাঁদে মাটি ঐ,
কোথায় ভ্রাতৃত্বের বাঁধন, কোথায় ভালোবাসা কই?
পশ্চিমা শক্তির আস্ফালন, মানে না তো কেউ,
ফিলিস্তিনের আর্তনাদ, থামাবে দেবে কে ঢেউ?
জাগুক মুসলিম বিশ্ব, ধরুক কঠিন পণ,
ফিলিস্তিনের বেদনার, করুক নিবারণ।
শুধু কথায় নয় বন্ধু, কাজে দাও প্রমাণ,
ফিলিস্তিন পাক মুক্তি, জুড়াক সকল প্রাণ।
 

Comments

    Please login to post comment. Login