Posts

কবিতা

হক পথ

April 9, 2025

Shamsul Alam

153
View

হক পথ

এস.এ

আমি মুসলিম হতে চাই না ,
আমি রাসুলের লোক হতে চাই। 
ওই কারবালায় ও ছিলো অনেক 
হাসান হোসেনের পক্ষে লোক কোথায়?
সেখানেও ছিল কুরআনের আলেম!
পক্ষ ভিন্ন তারাই!
হয়েছিল যেথায় হক আর বাতিলের লড়াই।

আমি এ জামানতেও ওই কারবালার মত হাসান হোসেনের পক্ষ নিব ভাই।
আমি মুসলিম হতে চাই না, আমি রাসূলের পক্ষ নিতে চাই। 
যে নিল রাসুলের পক্ষ সেই তো খোদার বান্দা হওয়ার যোগ্যতা পায়।

জামানা আলেমে ভরিয়াছে ! হকের কথা নাই। 
খোদার কাছে আরজি আমার, সে পথে যেন কবুল হয়ে যাই ।
শেষ সময়ে যেন আমি ঈমান হারা না হয়ে যায়!
আমি মুসলিম হতে চাই না, 
আমি রাসূলের পক্ষের লোক হতে চাই।
যুদ্ধ যুদ্ধ খেলায় আমি হকের পক্ষে শহীদ -গাজীর পথে হাঁটতে চাই।
সময় খুবই অল্প, উওর-পশ্চিমে বিকট আওয়াজে
আলোকিত প্রলয় মাশরুম! 
সব শেষ বুঝি হয়ে যায়।
হায় যদি বাঁচি সে ক্ষণে যুদ্ধ ঘোষণা করে যাই।
খোদার আইন ই যেন হয় বুলিয়ান এ ধরায়।
না বাঁচিলে এ জবানে শেষ বুলি কালেমা শাহাদাত চাই।
মাহাদী,খোরাসান আর হিন্দের যোদ্ধে আমি শরিক হতে চাই।
আমি সকলেরে ঐ শাহাদাত এর পতাকা তলে আসার দাওয়াত দিয়ে যাই।
এই ঈমানি পরীক্ষায় আমরা যেন পথ হারা না হয়ে যাই।

Comments

    Please login to post comment. Login