Posts

কবিতা

আমার ইচ্ছে

April 9, 2025

Ifat Istiak

Original Author ইসরাত জাহান শাম্মী

149
View

                     আমার ইচ্ছে 

                ইসরাত জাহান শাম্মী 

  
ইচ্ছে করে পাখির মতন, আকাশ পানে উড়তে ।
ইচ্ছে করে হাওয়ার দোলায়
তুলোর মতো ভাসতে । 
ইচ্ছে করে বন্ধু হয়ে
বন্ধুর পাশে থাকতে । 
ইচ্ছে করে বিপদেতে- হাতটি বাড়িয়ে দিতে ।
ইচ্ছে করে অসহায়ের সঙ্গী হয়ে থাকতে ।
ইচ্ছে করে বাবা-মায়ের
আদেশ মেনে চলতে ।
ইচ্ছে করে শিক্ষকদের-
আদর্শে নিজেকে গড়তে ।
ইচ্ছে করে প্রকৃতিকে,
প্রীতি মায়ায় বাঁধতে ।
ইচ্ছে করে বৃক্ষ-লতা;
হৃদয় মাঝে গাথতে ।
ইচ্ছে করে সবুজকে 
আপন করে নিতে ।
ইচ্ছে করে বাংলাকে,
মায়ের মতন ভাবতে ।
ইচ্ছে করে দেশকে
সোনার মত গড়তে । 
ইচ্ছে করে স্বপ্নগুলো,
বাস্তব খাতায় আঁকতে ।

Comments