ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বুকার প্রাইজ কর্তৃপক্ষ টুইটারে এই তালিকাটি প্রকাশ করেছে। দীর্ঘ তালিকায় জায়গা পাওয়া ১৩টি বই থেকে সংক্ষিপ্ত তালিকার জন্য ৬টি বই বেছে নিয়েছে বিচারক কমিটি।
এবারের তালিকায় পাঁচটি উপন্যাস এবং একটি ছোটগল্পের সংকলন স্থান পেয়েছে। তালিকাভুক্ত ৬ জন লেখকই ৫ হাজার পাউন্ড পাবেন। এই অর্থ লেখক এবং অনুবাদকদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মূল লেখকদের পাশাপাশি অনুবাদকদেরও সমানভাবে সম্মানিত করে।
এদিকে ২০ মে লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের বিজয়ী লেখক এবং অনুবাদকের নাম ঘোষণা করা হবে। মূলত বিশ্বজুড়ে ইংরেজি ভাষায় অনূদিত সেরা ফিকশনের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়।
২০২৫ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা নীচে দেওয়া হলো:
১. ‘আন্ডার দ্য আই অব দ্য বিগ বার্ড’ - হিরোমি কাওয়াকামি (জাপানি লেখক), অনুবাদক- আসা ইয়োনেদা
২. 'অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম ওয়ান' - সলভেজ বল (ডেনিস লেখক), অনুবাদক - বারবারা জে হ্যাভল্যান্ড
৩. 'হার্ট ল্যাম্প' - বানু মুশতাক (ভারতীয় লেখক), অনুবাদক- দীপা ভাস্তী
৪. ‘অ্যা লিওপার্ড-স্কিন হ্যাট’ - অ্যান সেরে (ফরাসি লেখক), অনুবাদক- মার্ক হাচিনসন
৫. ‘স্মল বোট’ - ভিনসেন্ট ডেলেক্রোইক্স (ফরাসি লেখক), অনুবাদক- হেলেন স্টিভেনসন
৬. ‘পারফেকশন’ - ভিনসেঞ্জো ল্যাট্রোনিকো ( ইতালীয় লেখক), অনুবাদক - সোফি হিউজ