Posts

কবিতা

ক্ষমা

April 10, 2025

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

74
View

আমায় তুমি ক্ষমা করে দিও, আমি তোমায় মনে রাখতে পারিনি।
তোমায় ভেবে এখন আর কাদতে পারিনা।
আমায় তুমি ক্ষমা করে দিও। 
এখন আর নদীর পারে গেলে তোমার কথা মনে পরেনা।
এখন আর গভীর রাতে তোমায় ভেবে কবিতা লিখতে পারিনা। 
হয়ত তোমায় আমি ভুলে গেছি।
আমায় তুমি ক্ষমা করে দিয়ো।

আমি অচিরেই তোমার স্মৃতি হারিয়ে ফেলেছি।
একসময়ে যে স্মৃতিরা আমায় রাত দিন সন্ধ্যা জ্বালাতন কতো আজ সেই স্মৃতিগুলো হাওয়ায় উড়িয়ে আমি দিব্যি ঘুরে বেরাচ্ছি। 
আমায় তুমি স্বার্থপর ভাবতে পারো, 
আমি তোমার দেয়া বেদনাদের ভুলে গিয়েছি। 
যেই বেদনারা আমায় হাসতে শিখিয়েছে তাদের আমি ভুলে গিয়েছি।

আমি এখন তোমার মতই ছলনা শিখে গেছি।
আমার আর এখন রাত গুলোকে নির্জন মনে হয়না, আমার আর এখন তোমাকে অপরাধী মনে হয়না। তারার দলগুলোকে এখন আর তেমন আপন মনে হয়না।
গোধুলির লালাভ আকাশ দেখে এখন আর একাকিত্ম জেগে ওঠে না।
নক্ষত্রের মরে যাওয়া দেখে এখন আর হৃদয়ের মাঝে আর্তনাদ হয়না।
এখন আমি কাদতে ভুলে গেছি। 
আমায় তুমি ক্ষমা করে দিয়ো।
তোমায় আমি মনে রাখতে পারিনি।


কাব্যগ্রন্থ- নক্ষত্রের ক্ষত 

Comments

    Please login to post comment. Login