Posts

কবিতা

মেঘ নয় বৃষ্টি

April 10, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

155
View

তুমি ভালবাসো জমতে থাকা মেঘ 
বৃষ্টির কলরব এরপরে মানুষের শরীর 
তোমার মেঘবতী চোখে কাজলের বাঁধ 
জানলার কপাট খুলে হিম হিম হাত।


স্বেচ্ছাস্রোতে বৃষ্টিস্নাত কালকের রাত

শরীর ছুঁয়ে কি যে সুখ তাঁর 
এইতো সময় হয়েছে ঘরে ফেরা 
ফিরে এসে দেখি অশ্রুসিক্ত টলমল সারা বেলা। 
 

বৃষ্টিস্নাত হৃদয় বার বার 
আদম সুরত কালোত্তীর্ণ পাপ
বুক থেকে ঘসে পড়া অশ্রুর মতো
টিপটিপ ঝড়ে সমস্ত রাত।

Comments

    Please login to post comment. Login