চৈত্র মাসের ঝকঝকে সকাল
সে পাখনা মেলে দাঁড়িয়ে আছে
পড়নে নীল শাড়ি,
মুখে প্রাণলাবণ্যের অলৌকিক স্বাদ
মনে হয় রাজবাড়ীর সিংহদরোজায় দাঁড়ানো
কুমারী রাজকন্যা — ঐতিহাসিক বাতাসে
চুলগুলো উড়ছে আমার ঘুম ঘুম চোখে
এক অতীত জগতের আশেপাশে।
রাজরানীর অট্ট হাসি
দুঃখ উপত্যকায় জেগে ওঠা সবুজ ঘাস
অচেনা অরণ্যে আচ্ছাদিত সবুজের বন
দাবালনের রক্তিম আকাশ মুহূর্ত পরেই
বৃষ্টির মতো ভেঙে পড়ে
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে।
সেগুন কাঠের আসনে বসে
বাসস্টপের ব্যাস্ততায়
যাদের রুপসী বলে বোধহয়
হতবাক হয়ে তাকিয়ে থাকি
তাদের ছাপিয়ে জামদানী বয়নের স্বচ্ছ নীলে
স্বর্গ থেকে নেমে আসা পরী সে।
জাহান্নামের আগুনে দীর্ঘ বেনি দুলিয়ে
হেঁটে যায় স্বর্গময় পৃথিবীতে
নীল শাড়িতে তাকে
জারুল ফুলের মত লাগছে।