Posts

কবিতা

নিঃসঙ্গতার বয়স নেই।

April 11, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

146
View

মানুষের নিঃসঙ্গতা আধুনিক পাহাড়, 
বুক চিরে বইয়ে যায় দুঃখের নদ নদী —
নিঃসঙ্গতার কোন বয়স নেই ; নেই পরিপূর্ণ জীবন — সোনালী সুখ দুঃখ ; একটা স্বপ্ন দেখেই কাটতে থাকে দিনের পর দিন। 

আমাদের চলার পথে ফুটে আছে নামহীন কত ফুল ; তাদের ব্যাথিত অতীত তলহীন কুয়োর মতো ভেতর থেকেই হারিয়ে গেছে ;

আমাদের নিঃসঙ্গতা বর্তমান জীবনে জ্বলজ্বলে উজ্জ্বল তাঁরা—

আকাশে ছড়িয়ে ছিটিয়ে বর্ণনাতীত গ্লানির মতো। 
 

প্রান্তরের উত্তপ্ত মরুভূমি যেন মৃত্যুর উপত্যকা 
মানুষের স্পন্দিত বুক থেকে উচ্চারিত প্রেম
আকাশ ও নদীর অপ্রকাশিত অনুভূতি যা
অর্থহীন শব্দের থেকেও ভয়াবহ।

Comments

    Please login to post comment. Login