চলতি বছরের পেন/ফকনার অ্যাওয়ার্ড জিতেছেন মার্কিন উপন্যাসিক গার্থ গ্রিনওয়েল। ৭ এপ্রিল পেন/ফকনার ফাউন্ডেশন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের নাম ঘোষণা করে। ‘স্মল রেইন’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান।
বিচারক কমিটি এক বিবৃতিতে বলেছে, গার্থ গ্রিনওয়েল তার উপন্যাসে অসুস্থতার সূক্ষ্ণ বর্ণনা দিয়েছেন, যা অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রকাশ করা হয়েছে। স্মল রেইন একটি চমকপ্রদ, হৃদয়স্পর্শী এবং অবিস্মরণীয় উপন্যাস।
স্মল রেইন ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। এই উপন্যাসে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন একজন কবির জীবনযাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে।
এদিকে বিজয়ী লেখক হিসেবে গ্রিনওয়েল পেয়েছেন ১৫ হাজার ডলার। এছাড়া পেন/ফকনার অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় থাকা বাকী ৪ জন লেখকদের প্রত্যেকে ৫ হাজার ডলার পেয়েছেন।
এবারের পেন/ফকনার অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিল পেমি আগুদার ‘ঘোস্টরুটস’, সুসান মুয়াদ্দি দারাজের ‘বিহাইন্ড ইউ ইজ দ্য সি’, গার্থ গ্রিনওয়েলের ‘স্মল রেইন’, ড্যানজি সেনার ‘কালারড টেলিভিশন’ এবং পার্সিভাল এভেরেটের 'জেমস'।
উল্লেখ্য, পেন/ফকনার অ্যাওয়ার্ড ১৯৮১ সালে থেকে দেওয়া হচ্ছে। যারা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, তাদের লেখা কথাসাহিত্যের একটি অসামান্য কাজের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ‘ফিলাডেলফিয়া ফায়ার’ এর জন্য জন এডগার ওয়াইডম্যান, ‘বেল ক্যান্টো’ এর জন্য অ্যান প্যাচেট এবং ‘দ্য বুক অব গুজ’ এর জন্য ইয়ুন লি এই পুরস্কারটি পেয়েছিলেন।
সূত্র: এপি