Posts

কবিতা

ফটোগ্রাফি

April 12, 2025

Pritom Dev Protik

108
View

ফটোগ্রাফি

প্রিতম দেব প্রতীক

ক্যামেরার চোখে  দেখি পৃথিবী নতুন,
ছবির ফ্রেমে ধরি মুহূর্তের গুণ।
আলো আর ছায়ায় রঙের খেলা,
প্রকৃতির রূপে জাগে হৃদয় মেলা।

ফুলের পাপড়ি, শিশিরের ধারা,
নদীর ঢেউ, পাহাড়ের কারা।
সবখানে দেখি জীবনের গান,
ফটোগ্রাফিতে খুঁজি মনের মান।
আবেগের রং, অনুভবের ছন্দ,
ছবির মাধ্যমে ছড়াই মনের আনন্দ।

ফটোগ্রাফি শুধু শখ নয়, আর্ট,
এটাই আমার জীবনের বড়ো এক পার্ট।

Comments

    Please login to post comment. Login