এক দুই তিন.
১
মগজের মিহি তারে এখন আর কোনো দেশপ্রেম নাই
লুটপাটই আসল উদ্দেশ্য, যে যাই বলুক
ক্ষমতার মসনদ আমার চাই।
২
যখনই শুনবে আমি বলছি যতসব নীতিকথা
তখনই বুঝবে, মোটা চালান পৌঁছে গেছে ওইপারে
কিনে নেবো পৃথিবীর অমরতা।
৩
যতটুকু দখলে নিলে ভালো করে বেঁচে থাকা যায়,
ততটুকু নিলে ক্ষতি কি ছিলো
তাবৎ সম্পদ কুক্ষিগত করেও ভেবেছো কি কখনো
অবশেষে কী নিয়তি হলো?