Posts

কবিতা

এক দুই তিন

April 12, 2025

শরীফ এমদাদ হোসেন

7
View

এক দুই তিন.

- শরীফ এমদাদ হোসেন


মগজের মিহি তারে এখন আর কোনো দেশপ্রেম নাই
লুটপাটই আসল উদ্দেশ্য, যে যাই বলুক
ক্ষমতার মসনদ আমার চাই।


যখনই শুনবে আমি বলছি যতসব নীতিকথা
তখনই বুঝবে, মোটা চালান পৌঁছে গেছে ওইপারে
কিনে নেবো পৃথিবীর অমরতা।


যতটুকু দখলে নিলে  ভালো করে বেঁচে থাকা যায়,
ততটুকু নিলে ক্ষতি কি ছিলো
তাবৎ সম্পদ কুক্ষিগত করেও ভেবেছো কি কখনো
অবশেষে কী নিয়তি হলো?

Comments

    Please login to post comment. Login