রক্ত ঝরে শিশুর চোখে, আঁখি ভরে জল,
বোমার শব্দে কেঁপে ওঠে নিঃশব্দ অতল।
মাটির নিচে ঘুমিয়ে থাকে হাজারো প্রাণ,
জানে না তারা – কিসের অপরাধে হয়েছে দান।
ছোট্ট হাতে খেলনা নয়, ধরা শবের পায়,
মায়ের বুকে নেই আর উষ্ণতা ,হাহাকার ছায়।
ছাদ ভেঙে নামে মৃত্যু, বুলেট ছুঁয়ে যায় বুক,
আকাশ জানে, এই পৃথিবী কতটা নির্লজ্জ আর শূন্য সুখ।
ফিলিস্তিন, তোর আকাশ আজো রক্তাভ লাল,
আন্তর্জাতিক নীরবতা , এক নির্মম চাল।
জীবনের মিছিল থেমে যায় আগুনের ছায়ায়,
তবুও আশা জ্বলে ওঠে সন্তানের চোখে,জয় আসবে সায়ে।
আল্লাহর কাছে আর্তনাদ করে মা,
“কেনো এমন বিচার তোর, কেনো এই ছায়া?”
ধ্বংসের মধ্যেও জন্ম নেয় যে প্রতিবাদ,
ফিলিস্তিন বাঁচে হৃদয়ে, আত্মায় , সত্যের সাধ