চৈত্রের খইঝড়া রইদে
একটি ফুলহীন গাছ
রঙহীন মনে পলাশ হয়ে ফুটে।
অভিধান ভর্তি শুষ্ক বাতাস
খইঝড়া রইদের ভেতর
উত্তপ্ত আগুন
যেন দোযখের বাতাস
পাশেই কয়েকটি গাছ
বিমূর্ত তৃষ্ণায় দাঁড়িয়ে আছে।
বৃষ্টি এলেই
তাহাদের বুকের চিরে
বের হবে কচি পাতারা।
চৈত্রের খইঝড়া রইদে
একটি ফুলহীন গাছ
রঙহীন মনে পলাশ হয়ে ফুটে।
অভিধান ভর্তি শুষ্ক বাতাস
খইঝড়া রইদের ভেতর
উত্তপ্ত আগুন
যেন দোযখের বাতাস
পাশেই কয়েকটি গাছ
বিমূর্ত তৃষ্ণায় দাঁড়িয়ে আছে।
বৃষ্টি এলেই
তাহাদের বুকের চিরে
বের হবে কচি পাতারা।