যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২ এপ্রিল প্রকাশিত এ তালিকায় মোট ৬ টি বই জায়গা পেয়েছে।
৩০তম উইমেন্স প্রাইজ ফর ফিকশনের এবারের শর্টলিস্টে আছেন মিরান্ডা জুলাই, এলিজাবেথ স্ট্রাউট, ইয়ায়েল ভ্যান ডের উডেন, নুসাইবাহ ইউনিসের মত লেখক। এর আগে ৪ মার্চ নারী কথাসাহিত্যিকদের জন্য দেওয়া এই পুরস্কারটির দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছিল। ১২ জুন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩০ হাজার পাউন্ড।
উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৯১ সালে বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় কোন নারী লেখকের নাম না থাকায় অনেকে আপত্তি জানিয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে কেবল নারী লেখকদের জন্য এই পুরস্কারটি চালু করা হয়।
উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর শর্টলিস্ট নীচে দেওয়া হলো:
১. আরিয়া আবের - গুড গার্ল
২. মিরান্ডা জুলাই - অল ফোরস
৩. সানাম মাহলুদজি - দ্য পারসিয়ানস
৪. এলিজাবেথ স্টাউট - টেল মি এভরিথিং
৫. ইয়ায়েল ভ্যান ডের উডেন - দ্য সেফকিপ
৬. নুসাইবাহ ইউনিস - ফান্ডামেন্টালি