Posts

কবিতা

হচ্ছেটা কি

April 13, 2025

Krishna Bairagi Ovinob

Original Author কে কে বি

58
View

😡হচ্ছেটা কি🤔

হচ্ছেটা কি! 
একেই মায়ের দুটি সন্তান
একটি অসুর অন্যটি ভগবান
সময়ের বিবর্তনে
উভয় এখন অসুর হলে
খেতে চায় ধর্মের রক্ত
বংশ বিস্তারে যত অসত্য।

হচ্ছেটা কি! 
সত্য-মিথ্যা বিচার ভুলে
বিবেক বেচছে অর্থ লোভে
ভাতৃ-মাতৃ-পিতৃ প্রেম
এসব এখন মূল্যহীন
যেথায় আছে অর্থ বিনিয়োগ
প্রেম সেথা সূর্যালোক
সাহায্যে নেই কৃতজ্ঞ
বরং হচ্ছে ভিতরে কৃতঘ্ন।

হচ্ছেটা কি! 
মায়ের কাছে শিশু নির্যাতন
সন্তানের হাতে পিত-মাতা খুন
যেথা পিতার হাস্তে পুত্রী সুরক্ষা
হচ্ছে এখন পিতা স্বয়ং ভোগ কর্তা
পরকীয়ার এত প্রসার
লাগাম টানার নাই কেউ আর
হচ্ছে বিবাহ অল্প বয়সে
ডিভোর্স সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
পদে পদে সমাজ ধ্বংস
ব্যক্তিরা এখন উল্লাসে মত্ত
মিথ্যা, হিংসায় প্রভাবিত
সমাজের এমন চিত্র
কোনো কালে ঘটেনি এত
ইতিহাসে তারি সাক্ষ্য।

করুণা যেথা শূন্য
ধ্বংস সেথা অনিবার্য
মানুষ বাঁচে প্রেমের জন্য
সমাজ বাঁচে মানুষের জন্য
সমাজ বাঁচলে দেশ বাঁচে
দেশ বাঁচলে বিশ্ব বাঁচে।

লেখক,,,,,,,,,,,, 
           কে কে বি (১৩/৪/২৫)

Comments

    Please login to post comment. Login