নাগমনি
সত্য যোগ থেকে কোলি যোগ।।এপিসোড ১।।
আজ থেকে বহু যুগ আগের কথা যখন পৃিথিবীতে
আদি মানুশের বশোবাস ছিলো। শুধু মানুষি নয় প্রানি জগৎ ছিলো। অই শময় তপস্যা করে এক অশিম সক্তির অধিকারি হয়েছে দুই সম্প্রদায়।মানুষের মদ্ধে এমন এক জাতি ছিলো জারা জুগ জুগ ধরে সইতানের আরাধনা করে আসছে। তারাই আজ এমন এক সক্তি পেয়েছে জার দারা অর্ধ মানুশ অর্ধ রাক্ষশের সক্তি লাভ করেছে। অন্নো দিকে নাগ লোকের নাগ নাগিনিরা জুগ জুগ ধরে আরাধনা করে ইচ্ছাধারী হউয়ার শক্তি লাভ করে।
নাগ লোকের মহান সম্পদ ছিলো নাগমনি।
জা চুরি করে রাউক্ষসেরা সারা জিবোনের ওমর হতে চেয়েছিলো।কিন্তু নাগ নাগিনিদের শক্তি এতো বেশি ছিলো যে রাক্ষশেরা তাদের সাথে লড়াই করে জিততে পারতো না।তাই তারা ছোলোনার আশ্রয় নেয়। তারা জানতো যে অই নাগমনি সুধি নাগ লোকের রাজ কন্নাই স্পর্শ করতে পারতো আর তার বিবাহের দিন নাগকন্না নাগমনির অধিকারী হবে।তাই রাক্ষস বংশের এক রাক্ষস কে নাগ রুপ ধারন করে নাগলোকে পাঠায় জাতে সে নাগকন্নাকে তার প্রেমের ফাদে ফেলে বিয়ে করে নাগমনি হাসিল করতে পারে।নাগকন্না যেমন রুপবোতি তেমন গুনবোতি নাগিন। তাই তার নাম রেখেসে নাগ রুপসগি।আর অন্নো দিকে অই রাক্ষশ যে নাগ রুপ ধারন করে নাগলোকে এশেছে,সে যেমন সুন্দর তেমন অন্নো দিকে তার মন ততই কালো ছিলো।তার নাম ছিলো রাকেশ। রুপ পরিবর্তনের সাথে সাথে নামো পরিবর্তন করেনাম রাখে নাগনন্দা।নাগ রুপশি পদ্দো দিগিতে গুছল করসিলো তখনি নাগ নন্দা আসে আর তাদের প্রথম সাক্ষাৎ সেখানেই হয়
86
View