Posts

প্রবন্ধ

তোমার চোখের ভিতর আলো

April 13, 2025

MD Mafuj

208
View

তোমার চোখে দেখি ভোরের আলো, যেন নরম রোদে ঘুম ভাঙে পাখির দল। তোমার হাসি মেঘের ফাঁকে রংধনু, দেখলেই মনটা হয় দিশেহারা, বড়ই ভুলোমনু।

তোমার চুলে হাওয়া বাজায় গান, কানে কানে বলে— "এই তো প্রেমের প্রাণ!" তোমার ছোঁয়া, ছায়ার মতন নরম, আসতেই হারিয়ে যাই, সময় থামে থমথম।

তুমি যেদিন চোখে তাকাও একটুখানি, মনে হয়, দুনিয়া থেমে আছে এইখানি। শব্দ হারায়, ভাষা মুছে যায়— শুধু তুমি আর আমি, আর মন গলে যায়...

Comments

    Please login to post comment. Login