নাগমনি,,
সত্য যুগ থেকে কলি যুগ,,এপিসোড ২
তাদের প্রথম দেখায় তারা দুজন দুজন কে ভালোবেসে ফেলে।নাগ রুপশি জানতোনা যে তার এই ভালো বাসা তার জীবনে অন্ধকার নিয়ে আসবে।তাদের এই প্রেম এতোটাই গভির হইজে নাগরুপশি তার কথা তার মা বাবাকে বলে। তার মা বাবা নাগনন্দার সাথে দেখা করতে চায়। পরদিন নাগরুপশি তার প্রেমি কে বলে যে আমার মা বাবা মানে নাগরাজ আর নাগরানী তুমার সাথে দেখা করতে চায়। এই কথা সুনে নাগনন্দা একটু ভয় পেয়ে যায়।মনে মনে ভাবতে থাকে আমার এই মায়া শক্তি নাগমহলের ভিতরে কাজ করবে না। নাগরুপশি তাকে এখনি তার মা বাবার সাথে দেখা করাতে নিয়ে যেতে চায়। কিন্তু নাগনন্দা বলে যে আমি কাল দেখা করবো আজকে আসি। এই বলে নাগনন্দা সেখান থেকে চলে জায়।সে তার রাক্ষস কোলে ফিরে জায় আর তার বাবা মা কে সব খুলে বলে। তারা এই কথা শুনে তাকে একটা জাদু রক্ষা কবজ দেয় আর বলে এটা তুমার হাতে বেধে নাগ মহলে প্রবেশ করবে আর কেউ তুমাকে চিনতে পারবে না। পর দিন নাগনন্দা কবজটি নিয়ে নাগরুপশির সাথে দেখা করে আর বলে আজকে তুমার বাবা মার সাথে দেখা করবো। নাগরুপশি আর নাগনন্দা দুজনে নাগমহলে চলে আসে। নাগরাজা আর নাগ রানী তখন তাদের নাগমনি বের করে তপস্যা করসিলো। নাগমনি দেখে নাগনন্দার আর হুসি ছিলোনা তার মন চাচ্ছিলো এখনি গিয়ে নাগমনিটা নিয়ে নেই।তখনি নাগরুপশি পেছন থেকে তার মা বাবা কে ডাক দেয় তারা ধেন ছেরে দেখে তাদের কন্না এক যুবক কে এনেছে মহলে। তারা জিজ্ঞেস করলো এ যুবক টি কে। নাগ রুপশি বল্লো মা বাবা এই সেই নাগ, জাকে আমি ভালো বাসি।নাগরাজ আর নাগরানি নাগনন্দা কাছে তার বংশ পরিচয় জানতে চাইলো।
নাগ নন্দা এক বানিয়ে পরিচয় দিলো। নাগ রাজা আর নাগরানী নাগনন্দার রুপ সুন্দরজ্য দেখে রাজি হয়ে জায়।তার কন্নার সাথে নাগনন্দার বিয়ে দিতে।মহা পুরনিমা রাতে তাদের বিয়ের দিন ঠিক করে।এই কথা শুনে নাগ নন্দা তো খুব খুশি হয়ে যায়।আর মনে মনে নাগমনি পাউয়ার আসায় থাকে।
100
View