নাগমনি
সত্য যুগ থেকে কলি যুগ,, এপিসোড ৩
দেখ দেখ করে সেই দিন টা চলেই আসলো। আজ সেই মহা পুরনিমা। আর আজকেই নাগরুপশি আর নাগনন্দা তাদের বিয়ে হবে।নাগনন্দা তার পরিবার নিয়ে চলে আসে নাগমহলে বিয়ের কাজ শুরু হয়ে জায়। নাগলোকের রাজকন্যার বিয়ে তাই সকল বাগ নাগিন নাগ মহলে আসে।তারা সবাই আনন্দ উল্লাসে মেতে থাকে। তারা কল্পনাউ করতে পারেনা যে তাদেত কপালে আজ কি আছে।বিয়ে সব কাজি প্রায় সেশ সুধু মালা বদল টা বাকি ছিলো।আর ঠিক সেউ সময় নাগনন্দার হাত থেকে কবজ টা খুলে মাটিতে পরে জায় আর সবার সামনে তার আসল রুপ চলে আসে। সবাই জানতে পারে এরা বাগ যাতি নয় রাক্ষশ। নাগরুপশি নাগনন্দার আসল রুপ দেখে অনেক কস্ট পায় কারন কেউ তাকে এভাবে ঠকাবে সে জানতোনা।তখন নাগ মহলে এক যুদ্ধ শুরু হয়ে জায়। অই রাক্ষসেরা সকল নাগ নাগিনিদের মেরে ফেলে। তখন নাগরুপশির কাছে তার সব সক্তি ছিলোনা। কারন কথা ছিলো তার বিয়ে হলে সে নাগমনির অধিকারি হবে।রাক্ষস নাগরুপশিকে মারতে গেকে তার মা বাবা তাকে বাচাতে এশে তারাউ মারা জায়। নাগরুপশি এশব মেনে নিতে পারেনা। তার বাবা মার ম্রিত্তু, ভালোভাসায় প্রতারনা। এই ককষ্ট সয্য করতে না পেরে সে আত্তোহত্তা করে। আর মরার সময় রাক্ষশ কুল কে অভিসাপ দিয়ে জায় যে সত্যনা হলেউ কলি যুগে তদের ধংসের কারন হবো আমি। এই বলে নাগরুপশি মারা যায়। রাক্ষসেরা খুব খুসি হয় যে নাগমুনি নিতে আর কুন বাধাই থাকলোনা। যখনি তারা নাগমনিতে হাত দেয় নাগমনির আলয় সবাই পুরে ছাই হয়ে গেলো।তারা জানতো না যে নাগমনির প্রথম স্পর্শ নাগরুপশি ছাড়া অন্নো যে করবে সে ধংস হয়ে যাবে।এভাবেই সত্য যুগ ধংস হয়ে গেলেউ নাগ রুপসির অভিসাপের কারনে কলি যুগে তারা আবার জন্ম নিবে।
104
View