কলেজ থেকে বের হয়ে আগুন সোজা নিজের BMW তে করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলে যাই ।আগুন অফিসে ডুকার সময় সকল এমপ্লয়ী আগুন কে দেখে দাঁড়ায় যাই । আগুন কোনো দিক না তাকিয়ে নিজের কেবিন ই চলে যাই।এরমধ্যে আগুন এর পি.এ আসিফ বলল,
“স্যার আজকে দুপুরের পর 3 টা মিটিং আসে।এগুল ফাইল মিটিং এর।”
কিন্তু আগুন কোন কথা না বলে গভীর কোন চিন্তায় মগ্ন।এটা দেখে আগুন এর পি.এ ভয় পেয়ে যাই, আবার সে কোনো ভুল কি করল ,যে বদ মেজাজি কোন সময় জানি রাগারাগি করে।(মনে মনে) ভাবে আসিফ।
“আউট” আগুন কঠোর ভয়েসে বলে,
"জি স্যার, আসিফ বুজতে পারে না,এজন্য আবার জিগ্যেস করে
“ আই সেইড আউট।” আগুন ধমক দিয়ে বলে
আসিফ মুহূর্তে ভয় পেয়ে দৌড়!!!!!!
“উফফ,কি হচ্ছে কি আমার,আমি কেনো বার বার ঐ মেয়েটার কথা ভাবতেসি,আমি জেরিন কে ভালোবাসি,তাহলে কি হইতাসে আমার সাথে??? না না,আমি কাজে ফোকাস করি,এগুল এমনেই।”"" আগুন মনে মনে ভাবে।
এরপর আগুন সকল মিটিং কমপ্লিট করে,৪ ঘণ্টা পরে মাত্র কেবিন এ বসল ।পরিক্ষনে ভাবল,জেরিন কে কল দেওয়া যাক,জেরিন কে কল দেওয়ার পরে 3 বার রিং হওয়ার পরে রিসিভ না করে মেসেজ দিয়ে দেসে,
“আমি বিজি,শুট আসে।পরে কথা বলব।” বাই।আই লাভ উ।""
এই মেসেজ দেখে আগুন দীর্ঘশাস ফেলল কারণ,আজকে এক সপ্তাহ ধরে জেরিন জাস্ট মেসেজ দিয়ে দিসে।কল করলে ভালোভাবে কথা বলে না।
আগুন ভাবে,
“জেরিন কি আদৌ ভালোবাসে ত আমাকে?” কি জানি ফিউচার এ আসে।""
______________________________
অপরদিকে মোম কলেজ শেষ করে বাসায় ফিরে,রান্না বান্না কমপ্লিট করে গোসল করে নামাজ পরে খাওয়ার জন্য নিচে গেলে সুরায়া বেগম বললেন,
“এই তুই কালকে রাত্রের পান্তা ভাত খেয়ে নিবি।খবরদার টেবিলের কোন খাবারে কোন হাত লাগাবি না।”
সুরায়া বেগম এর কথা শুনে,মোম এক নজর টেবিলে খাবার গুলোর দিকে তাকায়, মাংস,পোলাও,মুরগির রোস্ট আরো কত ধরনের খাবার।ওর কপাল শেষ কোন সময় ভালো খাবার জুটসিলো সেটা ওর নিজের মনে নাই।
তাই ও আর কিছু না ভেবে দুপুরের খাবার খেয়ে একটু ঘুম দিলো।হটাৎ করে ওর সমানে সেই সুদর্শন পুরষ টি চেহেরা ভেসে আসচে।হটাৎ করে এরকম হওয়াতে চোখ খুললো মোম,
“একি এরকম হয় তেসে কেনো,কে এই পুরষ আর আমার তার চেহেরা মনে পরতিসে কেনো, এ কোন নতুন অনুভূতি আমার।”"
মোম আর কিছু না ভেবে গুমিয়ে পরে।
____________________________
অপরদিকে জেরিন মেকআপ রুম ই রেডি হইতাসে,তখন তার ফ্রেন্ড বলে,
“কিরে আজকে ও তুই তোর বিএফ এর সাথে কথা বলস নাই,আরে যে আগুন মির্জার পিছনে সবাই পরে থাকে,আর তুই তা কে ইগনোর করতাসোস???”""
জেরিন একটা ভাব নিয়ে বলল,
“আগুন মির্জা উপর শুধু আমার অধিকার।ওকে অবহেলা করলে ও ও ঘুরে ফিরে আমার কাসেই আসবে।আমার মত রূপবতী আর পাবে কই”""
কিয়া মনে মনে ভেংচি কাটল,"আর বলল,এত অহংকারও ভাল না।পরে বুজবা ।""
হাসিমুখে বলল,"ইউ আর লাকি গার্ল।""
জেরিন ও নিজের কাজ করতে করতে লাগল।
রাত-১০টা
মোম দের বাসায় সবাই খেয়ে দেয়ে গুমিয়ে গেসে।মোম ও সারাদিন কাজ করে,খাওয়া দাওয়া করে শুয়ছে ।কিন্তু হটাৎ করে ঘুম না হওয়ার কারনে ও ভাবল,সামনের বেলকনি তে জাওয়া যাক।বেলকনি তে গিয়ে ও যখন অন্ধকার রাত দেখতে বেস্ত, তখন কেউ একজন ওকে দেখতে বিজি।হম সে আর কেউ নয়,সে হলো আগুন।
আগুন অফিসে বসে কিছু তেই শান্তি পাচ্চিলো না,সেজন্য আসিফ কে দিয়ে মোম এর সব ডিটেলেস বের করলো।করে ও এখন মোম এর বাসার সামনে গাড়ি পার্ক করে বসে মোম এর বাসা দেখতিসে ।আর তখনই মোম এর আগমন।রাত হলে ও বেলকনি তে লাইট এর জন্য মোম কে স্পষ্ট দেখতে পেলো।লম্বা কোমর পর্যন্ত চুল, সাদামাটা একটা ওয়ান পিস ড্রেস পরে দাঁড়িয়ে আসে।মুখে কোনো মেকআপ নেই।কিন্তু তারপর ও চোখ সরানো দায়।একটা কথা আগুন এর মানতে হবে মোম দেখতে অনেক সুন্দর।বিশেষ করে ওর ঐ দুটি চোখ।মনে হয় নেশা শুধু আগুন কে টানে।
আগুন যখন এসব নিয়ে ভাবতিসে তখন মোম এর সাথে চোখাচোখি হয়ে গেসে।মোম প্রথম ই ভয় পেলে ও পরে চিনলো এটা ত কলেজ র সেই পুরূষ ,কিন্তু উনি এখানে কি করসেন।এই সময়ে
হটাৎ করে সেই ইশারা করল যাতে নিচে নামী।আমি ও কোন পুতুল এর মত নিচে নেমে গেলাম।
“কেমন আসেন?”" আগুন বলল মোম কে
“ভালো।বাট আপনি এখানে কি করেন,এতো রাত্রে?”" মোম বললো-
“”আমি এমনেই আসলাম।বাট আপনি দেখি আমার বলার সাথে সাথে নিচে নেমে গেলেন ?""
আগুন জবাব দিলো-
মোম শুনে একটু লজ্জা পেলো,আসলেই তো বললো আর এসে পড়লাম কি জন্য,কি জন্য এত মায়া একবার দেখা হওয়া তে???""
আগুন আর মোম একে অপরের দিকে তাকায় আসে,আর ভাবতাছে, “কি জন্য আমরা দুইজন এক দিন দেখা হওয়া তে আবার দেখা হওয়ার ইচ্ছা জাগলো,এ কোন অনুভতি আমাদের ?""
“আমার নাম আগুন।নামটা জিগ্যেস করলেন না।”"
“সরি,মানে বুজলাম কিভাবে জিগ্যেস করব।ওয়েট আপনি কি সেই আগুন মির্জা যে সব মেয়েদের ক্রাশ?”"
আগুন জবাব দিলো একটু এগিয়ে,
“তার মানে আপনারও ক্রাশ?""
মোম জবাব কি দিবে,ও ত একদৃষ্টিতে তাকিয়ে সামনের মানুষটার দিকে,কাছাকাছি আসার কারণে তীব্র পুরুষনালি পারফিউম মাতাল করে দিতাসে মোম কে।অপরদিকে মোম এর কাছাকাছি যাওয়ার জন্য মেয়েলি স্মেল আসতাসে।
দুইজন ই মাতোয়ারা হয়ে যাচ্ছে একে ওপরের প্রতি।আগুন মোমকে আচমকাই জড়িয়ে ধরল,আগুনের এরকম লাগতাসিলো জড়িয়ে না ধরলে ও বাঁচবে না।
এদিকে মোম ত নিজের জায়গায় স্থির হয়ে গেসে।কি রকম কি করবে কিছু বুজতাসে না।