Posts

কবিতা

বনোমালী

April 14, 2025

Ashik Ahamed

Original Author আশিক আহমেদ

94
View

জোছনা রাতে চন্দ্র হাসে

 তারা দেখায় খেলা। 

জোনাক পোকা গান গেয়ে যায়

 বনো মালী ছাড়া।

ফুলবাগানে ফুল ফুটেছে 

কোথায় গেলো মালী,

 ফুলের মধু খাইলো ভ্রমর

 বাগান করল খালি।

এমন বাগানে কারনা বলো 

ইচছা করে যেতে।

 ফুল গুলো আজ শুকিয়ে গেল

 ভ্রমর ভ্রমর বলে।

চেয়ে থেকে দেখলাম আমি,

বলতে করে ডর।

 বাগান গুলা ভিষন সুন্দর সপ্ন যাযাবর।

Comments

    Please login to post comment. Login