হারিয়ে যাচ্ছে ফিলিস্তিনরা
সাহায্য করছে কারা,
প্রতিদিন তেল দিচ্ছে
আরব, দুবাই যারা।
মুসলিম হয়ে মুসলিমদের
করতেছো ধংশ,
ইজরাইলের সাথে হাত মিলাইয়া
অর্থ কামাচ্ছো।
দেখছে বসে ইরান বাসি,
বলছেনা কো কথা।
কষ্টে এখন বুকটা ফাটে
হারাই গেছে ভাষা।
রাজনীতিতে ব্যস্ত এখন
বাংলাদেশ আর পাকিস্তান।
বলতে গেলে কাজে আসেনা
ইন্দ্রনেশিয়ান মুসলমান।
মুসলিম হয়ে জন্ম আমার
কি করিলাম ভাই,
কালেমার পতাকা মাথায় বেধে
যুদ্ধে যেতে চাই।