পোস্টস

কবিতা

রাখাল ছেলে- ০১

২১ মে ২০২৪

জামান বারভী

মূল লেখক জামান বারভী

"রাখাল ছেলে-"
______ জামান বারভী ( b-10)

এক যে ছিল রাজকন্যা আর এক ছিল রাখাল,
রাজকন্যার ছিল বিশাল সাম্রাজ্য, রাখাল চড়াত ভেড়ার পাল!

অচেনা এক ফাগুনমাসে রাখাল বাজাইতে ছিল বাঁশী,
সুরে সুরে তাহার(রাজকন্যার)  মন হইল উদাসী!

হঠাৎ এক পড়ন্ত বিকেলে রাখাল দেখিল রাজকন্যার মুখ,
মুখে ছিল মিষ্টি হাসি, সাথে মায়াবতী দুই চোখ!

রাজকন্যা একটু কালো হলেও দেখতে ছিল বেশ,
নাকে নাকফুল আর মাথায় তার হালকা বাদামী কেশ।

____সমাপ্ত ____ (কপিরাইট) [ স্থান : কাপ্তাই, রাঙামাটি। ]