অনন্ত প্রিয়জনা
রক্তিম তোমার ললাট খানা,
সাপুড়ের বান মনসা
প্রিয়তার শানে অন্বেষা।
কাশবন হাওয়ায় একাকার
শঙ্খ মালার চুলের ও বাহার,
মৃদু ছোয়ায় বয়ে যায়
আচলহীন খোঁপায়।
আঁখির ও পলকে
আমারই মূলকে
নির্জর নিস্তব্ধ অসীম ও অপলকে
হাসনাহেনার স্বরে মন মোর যায় বয়ে।
মৃদু বাকা ঝলক হাসি
হয়েছি প্রিয় বনবাসী,
গহীন ও ভরা মায়া হরিণীর আঁখি
কালক্রমে খুজে ফিরি।
গোধুলির বেলা বাকে
লাল ললাট গগনে,
একে যায় আনমনে
প্রতিচ্ছবি, যতনে গড়া আপন মনে।
শিউলি বেলী গেথেছে জীবন
মাধবীলতার বন্ধনে,
মাল্য হাতে পুষ্প অর্পনে
দেব জুড়ে সপ্তজন্মে।
157
View