ছায়াময়ী তরু মাখা
স্রোতে তরী আকাবাকা,
নিঝুম দ্বীপে
অপরুপে মন মোর পাগলপারা।
লেগেছে কিরণ
রুপে অতুল কার্যকরণ,
গুল্মলতা মায়াবী কানন
ঢেউময় উতাল পাতাল জীবন।
মমতার বুকে ঝরা
তব পলকে প্রথম কাড়া,
কৃত্রিমতায় জলে ভরা
চতুষ দ্বারে সবুজে ঘেরা।
খোঁপা চুলে
হাওয়ায় উড়ে,
গেয়ে যায় হলুদিয়া পাখি
কাজলার সুরে।
বিদায়ের ক্ষণে
ঢেউহীন ঢিঙির স্রোতে,
রেখেছ বেধে
শ্যামল নীরব হ্রদ মননে।
খুজে ফিরি আজও
শ্রাবণ গগনে
বসন্তে গড়া
লাল পাহাড়ের আলয়ে।
যদি রাখ কুয়শার চাদরে
সন্ধ্যা তারার ক্ষীয়মান প্রখরে
হব হেতু বিশাল হ্রদের
অজানা এক পরশে।
পূর্ণিমার ও তিথীতে
ভরা জল প্রহরে,
কৃষ্ণচূড়ার রঞ্জনে
হাসনাহেনার মিষ্টি গন্ধে।
60
View